চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নুরুল আহাদ(৬৫) দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার বাসিন্দা।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মো. জামাল বলেন, নুরুল আহাদ জ্বর, শ্বাসকষ্ট, কাশিতে ভুগছিলেন। তিনি ২৯ আগস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৩০ তারিখ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান। রোববার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে আসার পর স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪৬ জন। মারা গেছেন ৩৫ জন।