চুল রঙ করার সময় সাবধানতা

আমরা অনেকেই চুল রঙ করতে চাই। তবে এ ক্ষেত্রে অবশ্যই সঠিক পদ্ধতি জানা দরকার। কিছু বিষয় খেয়াল না রাখলে চুলের ক্ষতি হতে পারে।

চুলে কেমন রঙ বসবে তা নির্ভর করে আপনার বর্তমান চুলের রঙের ওপর। চুলে নতুন রঙ করতে চাইলে আগে প্যাঁচ টেস্ট করে নিতে পারেন।

যেসব বিষয় খেয়াল রাখবেন-

১. চুলে রঙ করার আগে ভ্রু, কপালের অংশ ও চুলের রেখা বরাবর পেট্রো‌লিয়াম জেলি ব্যবহার করতে পারেন।

২. চুলে রঙ করার সময় হাতে সবসময় তোয়ালে রাখুন। রঙ ত্বকে কোথাও ছড়িয়ে গেলে সঙ্গে সঙ্গেই মুছে ফেলুন।

৩. সব চুল কখনই একসঙ্গে রঙ করবেন না। মাথাজুড়ে চুল রঙ করলে দেখতে ভালো লাগে না। তাই একটু বুঝে চুলে রঙ করা উচিত।

৪. বেশিক্ষণ চুলেল রঙ মাথায় রাখবেন না।

এতে মাথার ত্বকে অস্বস্তি ও লালচেভাব সৃষ্টি করে। ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যেই সঠিক রঙ চলে আসে। তাই বেশি সময় রাখার প্রয়োজন নেই।

৫. চুলে রঙ করার পর এর যত্ন নেয়া জরুরি। রঙ করার পরেই চুল ধোয়া বা কন্ডিশনার ব্যবহার করবেন না।