চুলের যত্নে কি করবেন

আমরা সবাই চাই নরম, পরিষ্কার, সুন্দর, সজীব, নীরোগ, ঝলমলে চুল । তা পাওয়ার জন্য আমাদের চুলের নিয়মিত যত্ন নেওয়া খুব দরকার

অনেকে এমন শ্যাম্পু ব্যবহার করেন যা দাবী করে ওতে অ্যামোনিয়াম কন্টেন্ট অল্প আর প্রাকৃতিক উপাদান বেশি। কিন্তু এই ধরনের শ্যাম্পুও চুলের ক্ষতি করে।

নারকেল তেল এর উপকারিতা

নারকেল তেল হল অল্প কয়েকটা বহুমুখী চুলের তেলের মধ্যে একটা, যা চুলের গভীরে পৌঁছাতে পারে। নারকেল তেল শুধু যে চুলের আর্দ্রতা বজায় রাখে তা-ই নয়, অত্যাবশ্যকীয় প্রোটিনও ধরে রাখে।

শ্যাম্পু করার আগে নারকেল তেলের সঙ্গে আমলকি, পেঁয়াজ, তিল, কালো জিরের মত উপাদান মিশিয়ে চুলে মালিশ করা ভাল। চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য বাড়ানোর এ এক সহজ অথচ সুচারু পদ্ধতি।

চুল আঁচড়ানো

চুল আঁচড়ানোর সময় এই দিক গুলি আপনি খেয়াল করবেন । চুলের জট ছাড়ানোর পর চিরুনি দিয়ে চুল আঁচড়ান । জোরে জোরে বা ভিজে অবস্থায় চুল আঁচড়াবেন না। রাতে শোবার আগে চুল আঁচড়ান, চিরুনি উপর থেকে নীচে চালান । ব্রাশ ও চিরুনি ব্যবহারের আগে দেখে নেবেন সেটি যেন ভাল মানের হয় । ব্রাশ ও চিরুনি সবসময় পরিষ্কার রাখবেন । সরু দাঁড়া চিরুনি হলে চুল ঝরঝরে পরিষ্কার হয়।