চুক্তি ভেঙে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করে নতুন ক্রুজ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েন নিষিদ্ধ থাকলেও রুশ কর্তৃপক্ষ তা করে চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দাবি করেছেন, সম্প্রতি গোপনে ভূমি থেকে উৎক্ষেপণযোগ এসএসসি-৮ ক্রুজ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। কয়েক বছর ধরে এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে এবং পরীক্ষা করছে দেশটি। এর ফলে ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির কয়েকটি অনুচ্ছেদের লঙ্ঘিত হয়েছে।

এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। রাশিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে ওই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি একটি পুরোনো ইস্যু। ওবামা প্রশাসনের আমল থেকে রাশিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও পরীক্ষা করে আসছে।’ তিনি আরো বলেন, ‘ইস্যুটি এখন সামনে এসেছে এবং এটি চুক্তির ভয়ংকর লঙ্ঘন।’

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।