চীন-ভারত সীমান্তে দুই দেশের শক্তি বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েক মাস ধরে চীন ভারত সম্পর্কে চলছে টানা-পড়েন। একেক পর এক আলোচনা পরেও যেন কোন সমাধানে আসতে পারছে না চীন ভারত। দু’দেশের কমান্ডার পর্যায়ে আলোচনার পরেও লাদাখে সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশেই বৃদ্ধি করছে সাময়িক শক্তি।

ভারত দাবি করছে আলোচনায় একমত হওয়ার পরও সীমানা থেকে চীনা সামরিক উপস্থিতি না কমায় পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। খবর ভারতীয় গণমাধ্যমের।

ভারতীয় সামরিক কর্মকর্তারা জানায়, উপগ্রহের পাঠানো ছবি পর্যবেক্ষণ করে দেখা যায় সীমান্তের প্যাট্রোলিং পয়েন্ট-১৪-র কছে একটি বড় কাঠামো তৈরি করছে চীন সেনাবাহিনী।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানায়, লাদাখের সীমানায় ডেসপ্যাং, গোগরা পোস্ট-হট স্প্রিং এবং প্যাংগং সো লেক জায়গাতেও সৈন্য সমাবেশ বজায় রেখেছে চীন। সেইসাথে চীনের এলাকা থেকে গোগরা পোস্ট-হট স্প্রিং সেক্টর এবং ডেসপ্যাং লক্ষ করে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাঁজোয়া গাড়ি এবং আর্টিলারি বাহিনীও মোতায়েন করা হয়েছে।

চীনা সেনাবাহিনীর এমন প্রস্তুতির জবাবে সীমান্তে সেনাসহ আধা সামরিক বাহিনীর উপস্থিতিও বৃদ্ধি করেছে ভারত।

ইতিমধ্যেই সেখানে বেশ কয়েক কোম্পানী ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও খবর পাওয়া যায়।