বার-ব্যায়ামাগার বন্ধ

চীনে আবারো বাড়ছে করোনা সংক্রমণ

চীনে

করোনার যেখান থেকে উৎপত্তি সেই চীনে আবারও প্রায় নিয়মিত শনাক্ত হচ্ছেন করোনা রোগী। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর আবারও বিভিন্ন প্রান্তে ভাইরাসের অস্তিত্ব মেলায় উদ্বেগ বাড়ছে জনমনে। কপালে চিন্তার ভাঁজ স্থানীয় প্রশাসনের।

বুধবার (২৯ জুলাই) করোনা সংক্রমণ করেছে ১০৫ জনের শরীরে। গত তিন মাসে কোনো এক দিনে সংক্রমণের ক্ষেত্রে এটি একটি রেকর্ড। নতুন সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ব্যায়ামাগার, বার ও জাদুঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে বেশ কিছু এলাকায় লকডাউন জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

নতুন সংক্রমণের মধ্যে ৯৮টি ঘটেছে স্থানীয়ভাবে ও এর অধিকাংশই উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে। চলতি মাসের শুরুতে সেখানে প্রথমবারের মতো গুচ্ছ সংক্রমণ বৃদ্ধির বিষয়টি ধরা পড়ে। এরপর ব্যাপকভাবে পরীক্ষা শুরু হয়। আরোপ করা হয় নানা বিধিনিষেধ।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কা এখনো রয়েই গেছে। চীনা চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এখনো করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের প্রবল আশঙ্কা রয়েছে।

চীনে মোট সংক্রমণ হয়েছে ৮৪, ১৬৫ । করোনায় চীনে এ যাবৎ মৃত্যু হয়েছে ৪৬৩৪ জনের।