চীনের উইঘুর মুসলিম অত্যাচারের প্রতিবাদে ঢাকায় পোস্টারিং

চীনে মুসলিম উইঘুর গোষ্ঠীর উপর চলমান অত্যাচারকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।

বায়তুল মোকাররমের আশেপাশে লাগানো পোস্টারে ‘মুসলিম উম্মাহ জেগে উঠো’ শিরোনামে পোস্টার দেখা যায়। এ সময় এই পোস্টারে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক দমন বন্ধ করাসহ মোট ১৪ দাবি জানিয়েছে ‘মুসলিম অধিকার সংরক্ষণ পরিষদ’।

শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমে এ বিষয়ে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়।

পোস্টারে আরও বলা হয়, উইঘুরদের উপর আরোপিত চীন সরকারের বিধি নিষেধ তুলে নিতে হবে এবং তাদের বন্দী শিবিরগুলো থেকে মুক্তি দিতে হবে।