চীনের অশান্ত শিনজিয়ান অঞ্চলে ছুরি হামলায় নিহত ৫জন ও আহত ৫জন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের অশান্ত শিনজিয়ান অঞ্চলে ছুরি হামলায় নিহত হয়েছেন পাঁচজন ও আহত হয়েছেন পাঁচজন।

স্থানীয় সরকার জানিয়েছে, পিশান কাউন্টিতে তিন ব্যক্তি ছুরি হাতে হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হন।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। স্থানীয় সরকারও হামলার উদ্দেশ্য সম্পর্কে জানাতে পারেনি। তবে তাদের ধারণা, মুসলিম বিচ্ছিন্নবাদীরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

চীনের শিনজিয়ান একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। মুসলিম উইঘুর সম্প্রদায়ের বসবাস এখানে এবং তারাই সংখ্যাগরিষ্ঠ। স্বাধীনতার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তবে চীনা সরকার তাদের কার্যক্রমকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে থাকে। চীনা সরকার ও উইঘুর সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের কারণে এই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে দীর্ঘদিন।

অধিকারকর্মীদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে উইঘুর মুসলিমদের ওপর চীনা সরকারের দমন-পীড়নই অশান্তির প্রধান কারণ। তবে চীনা কর্তৃপক্ষ বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

শিনজিয়ানের স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা একটি গুণ্ডা দলের সদস্য। হামলার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়।

এতে আরো বলা হয়, ‘ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, পরিবেশ স্থিতিশীল রয়েছে এবং তদন্ত চলছে।’