চীনা ভ্যাকসিন ইরাকে অনুমোদন

জরুরি পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইরাক। দেশটির ওষুধ প্রশাসন এ অনুমোদন দেয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। করোনা শুরুর পর থেকেই ইরাককে নানা ধরণের সহায়তা করে আসছে চীন। সংকট কাটাতে দেশটিতে তিন দফা চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বেইজিং।

চলতি সপ্তাহের শেষেই তুরস্কে পৌঁছাবে চীনের তৈরি করোনাভ্যাকের ১ কোটি ডোজের চালান। ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্টট রিসেপ তাইপ এরদোয়ান জানান, ইতোমধ্যেই চীনা সরকার ভ্যাকসিনের দ্বিতীয় চালান রপ্তানির অনুমোদন দিয়েছে। এর আগে, প্রথম চালানে সিনোভ্যাকের ৩০ লাখ ডোজ পৌঁছায় তুরস্কে।

স্কটল্যান্ডে বয়স্ক আর করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে এমন মানুষের তালিকা করে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। নতুন ধরণের করোনার বিস্তারে মৃত্যু ঝুঁকি বেড়ে যাওয়ায় এ কার্যক্রম দ্রুতকরণের চেষ্টা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।