চিত্রশিল্পী মুর্তজা বশিরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুর্তজা বশিরের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।

প্রখ্যাত এই চিত্রশিল্পীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের চিত্রকলার বিকাশে শিল্পী মর্তুজা বশিরের অনন্য অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে৷

অতীত কিংবা বর্তমানকে বিশ্বাস করতেন না মুর্তজা বশীর। তার বিশ্বাস ছিল ভবিষ্যতে। তিনি বলতেন মৃত্যুর পরও বেঁচে থেকে সময়কে অতিক্রম করতে পারাই জীবনের সবচেয়ে বড় অর্জন। সেই অর্জনের পেছনেই হয়তো তাড়িত হয়ে একজন মুর্তজা বশীর বৃত্তাবদ্ধ হননি শুধু চিত্রশিল্পী পরিচয়ে।