চা পাতায় ত্বক ও চুলের জেল্লা ফিরবে

ত্বক ও চুলের যত্নে কন্ডিশনার আরো অনেক কিছু ব্যবহার করে থাকি। কিন্তু কখনও ত্বক ও চুলের যত্নে চায়ের ব্যবহার শুনেছেন? দিন চনমনে ও কর্মচঞ্চল করতে এক কাপ চায়ের জুড়ি নেই। গবেষকরা দাবি করেন গ্রিন-টি আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমানোর পাশাপাশি ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

এই চা নাকি ত্বকের মরা কোষকে পুনরুজ্জীবিত করে, ত্বকে সূর্যের অতি বেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। স্কিন টোনার হিসেবেও চা ব্যবহার করা হয়। ফেস মাক্স হিসেবে যদি চা ব্যবহার করেন, তাহলে তা আপনার ত্বকের অবাঞ্ছিত টক্সিন দূর হয়ে যাবে।

আর চা দিয়ে চুলের যত্ন নিতে হলে চা পাতা ফুটিয়ে গরম গরম চা তৈরি করুন। এর পর এটি ছেঁকে ঠাণ্ডা করে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যাবহার করুন। নিয়মিত ব্যবহারে পাবেন ঝলমরে চুল।