‘চাল নির্ধারিত দামে বিক্রি না হলে মোবাইল কোর্ট পরিচালনা’

দাম নির্ধারণ করে মিল মালিকদের ধাপে ধাপে ধানের দাম বাড়ানোর প্রচেষ্টা থামানো হয়েছে। নির্ধারণ করা দামে বিক্রি না হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রত্যেকটা জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। আমাদের বেঁধে দেওয়া দামের মধ্যে মিলাররা বিক্রি করছে কি না, যদি বিক্রি না-করে তাহলে ওইখানে মোবাইল কোর্ট করার জন্য বলেছি।

তিনি বলেন, ওরা (ব্যবসায়ী) যে ধাপে ধাপে দাম বাড়ানো চেষ্টা করেছিল; সেই জায়গাটাতে একটা বাড়ি দিতে পেরেছি। এখান থেকে কমতে হবে; বাড়তে দেয়া হবে না। এরপরও যদি তারা বাড়াতে চায়, তাহলে আমদানি ছেড়ে দেয়া হবে।

এদিকে সরকার সর্বোচ্চ দাম বেঁধে দেয়ার পরও চালের অন্যতম আড়ত কুষ্টিয়া, বগুড়া বা দিনাজপুর, কোথাও কমেনি চালের দাম।

খাদ্যমন্ত্রী দাবি জানিয়ে বলেন, এর মধ্যে কমতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই আসবে নাগালের মধ্যে।