চাটমোহরে হাটে জমে উঠেছে লই কেনা-বেচা

লই বাজার

পাবনার চাটমোহরে অমৃতকুণ্ডা হাটে মাছ ধরার তৈরি উপকরণ লই কেনা-বেচায় জমে উঠেছে। চাটমোহর রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেল লাইনের পাশে প্রতি রোববার বসেছে লই এর হাট।

জীবনের ঝুঁকি নিয়ে ক্রেতা বিক্রেতারা এ হাটে লই ক্রয় বিক্রয় করে থাকেন। চাটমোহরসহ এর আশপাশের ভাঙ্গুড়া ফরিদপুরসহ অন্যান্য উপজেলা থেকে দুষ্প্রাপ্য এ উপকরণ কিনতে চাটমোহরে আসেন ক্রেতারা।

লই বিক্রেতা উপজেলার খতবাড়ি গ্রামের মজিবর সরকার জানান, লই দিয়ে রুই, কাতলা, বোয়ালসহ বড় মাছ ধরার ফাঁদ তৈরি করা হয় যা এ এলাকায় ভার নামে পরিচিত। তিনি আরও জানান, টাঙ্গাইল, দিনাজপুরসহ দেশের পাহাড়ি ও বনাঞ্চল থেকে এ লই সংগ্রহ করে চাটমোহরে বিক্রি করেন তারা। এ এলাকার প্রায় ৫০ জন মানুষ লই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

লই কিনতে আসা ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের আফজাল হোসেন জানান, বেশি বর্ষণ হলে, বন্যা বড় হলে লই এর কদর বেড়ে যায়। এবছর এক কেজি পরিমাণ লতা লই ২’শ ৫০ টাকা থেকে ৩’শ টাকায় বিক্রি হচ্ছে। তবে হাটের ইজারাদাররা ইচ্ছে মাফিক খাজনা আদায় করায় বিড়ম্বনার শিকার হচ্ছেন ক্রেতারা।