‘চাইলেই যখন-তখন সড়ক খোঁড়ার অনুমতি দেওয়া হবে না’

চাইলেই আর যখন-তখন সেবা সংস্থাগুলোকে সড়ক খোঁড়ার অনুমতি দেবে না ঢাকার দুই সিটি করপোরেশন ।

দুই মেয়র বলছেন, এবার আর কাজের আগে নয়, বরং অনুমতি নিতে হবে প্রকল্প হাতে নেয়ার আগে। এর ব্যতিক্রম হলে পরিণাম ভালো হবে না বলেও কঠোর হুঁশিয়ারি তাদের।

ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতি বছর সেবা সংস্থাগুলোর খানাখন্দের আবেদন জমা পড়ে হাজার, হাজার। এর বিপরীতেই চলে বছরজুড়ে খোঁড়াখুঁড়ি। বারবার আওয়াজ তুলেও সমন্বয়ে বাঁধা যাচ্ছে না সেবা সংস্থগুলোকে।

তবে যখন তখন চাইলেই কেন অনুমতি দিতে হবে। এমন প্রশ্নের জবাবে নগরকর্তারা বলছেন, এবার আর শেষবেলায় অনুমতি নয়, প্রকল্প অনুমোদনের আগেই চাইতে হবে অনুমতি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, কাজ শুরু করার আগের দিন বললে ম্যাসেজ কিন্তু পুরো ক্লিয়ার, আমরা তাদের কোনো অনুমতি দেব না।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমি আশাবাদী অচিরেই সমন্বয়হীনতা থেকে মুক্ত হতে পারব।