চাঁপাইনবাবগঞ্জে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা

জেলা প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে ঠাণ্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে শিশুসহ শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৪ মার্চ) দুপুর পর্যন্ত নতুন করে আক্রান্ত ২০ শিশু চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আর শুক্রবার (১৩ মার্চ) ভর্তি হয়েছে ৮০ শিশু।
আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া হচ্ছে দাবি করে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল জানান, ঠাণ্ডার পর গরম আসায় এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এজন্য রোগীসহ সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া হাসপাতালে যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি। এদিকে হাসপাতালটির ডা. মো. মাহফুজ রায়হান জানান, গত সপ্তাহ থেকে সব ধরনের রোগী হাসপাতালে বেড়েছে। এদের মধ্যে শিশুদেরই ঠাণ্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেশি।