চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

জেলা প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের মহিপুর মোড়ের দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বাজার তদারকি মূলক অভিযান পরিচালনাকালে এ জেল-জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল  ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশিক ভ্যারাইটিজ স্টোরে অবৈধ পণ্যসহ মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দোকানের মালিক মো. আজাহার উদ্দীনকে ১০ হাজার টাকা ও মেসার্স নুর ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায়  মাসুদ করিমকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।