উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির সক্রিয় ২ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশের (জেএমবির) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের ফজর আলী মন্ডলের ছেলে কামাল উদ্দীন (৫০) ও একই এলাকার কামাল উদ্দীনের ছেলে রুবেল আহম্মেদ (২৬)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য কামাল ও রুবেলকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী ৩টি বই, ১ সেট উগ্রবাদী লিফলেট ও ১টি ইয়ানতের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।