চাঁদপুরে ৬ জেলের ১ বছর করে কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মেঘনায় মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরো দুই জেলেকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ রায় প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- কালা (২৫), খলিল (২৬), দুলাল কাজী ( ২২), বিল্লাল (৩০), কালা চন্দ্র (২৮) ও মোহাম্মদ আলী (৩৫)।

সোমবার বিকেলে চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে প্রায় ৮০ কেজি মা ইলিশ, চারটি মাছ ধরার ট্রলার ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, জব্দকৃত ট্রলারগুলো নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় অভিযান শুরু হওয়ার পর গত ছয় দিনে মোট ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে অর্থদণ্ডও। এমন অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে  বলে জানান তিনি।