চরফ্যাশনে রশিদ হত্যা মামলাঃ ১৪ আসামীর যাবজ্জীবন

ভোলার চরফ্যাশনে চাঞ্চল্যকর আব্দুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হলেনঃ- আবুল বাশার (৫৪), নুর হোসেন (৪৫), আবু নোমান (৩৫), মো. শাহাবুদ্দিন (৪৫), ফজলে করিম মুন্সি (৫১), কাঞ্চন পাটোয়ারী (৬০), বাসু মাঝি (৫০), সাদেক মাঝি (৫৫), সিরাজ হাওলাদার (৪৫), সামসুদ্দিন হাওলাদার (৫০), আ. জলিল (৫০), কাঞ্চন মিস্ত্রি (৪৫), শশীভূষণ ৫০) ও মো. আলাউদ্দিন (৪৫)। তাঁদের বাড়ি লালমোহন ও চরফ্যাশন উপজেলায়।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ৩০শে মে নিজ বাড়ির সামনে ব্যবসায়ী আবদুর রশিদ মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

সেদিনই নিহতের ভাই চরফ্যাশন থানায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। দোষ প্রমাণ না হওয়ায় ৪ আসামিকে খালাস দেয়া হয়।