চরফ্যাশনে ঘর চাপায় নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা দিন চরকচ্ছপিয়া ঘর চাপা পড়ে নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন অনুদানের টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চর মানিকা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ শফিউল্লাহ হাওলাদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, প্রমূখ।
জানাযায়, চরফ্যাশনের চরকচ্ছপিয়া ঝড়ে ঘর চাপা পড়ে মা ও ২ ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০), ও তার দুই ছেলে জোনায়েদ (৫) এবং তানজিদ (৩)।
দক্ষিন আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছিলেন। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় বিধ্বস্ত হয় নতুন ঘরটি। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে ঘর চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে