চমকে দিলেন ম্যাককালাম

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম হঠ্যাৎ চমকে দিলেন। কিউই এ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিজের সর্বকালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছেন।

যেখানে ম্যাককালাম জায়গা দেননি ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, বিরাট কোহলি, মুত্তিয়া মুরালিধরন ও এবি ডি ভিলিয়ার্সকে। নিজ দলের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে একাদশে রেখে চমক দিয়েছেন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসের ইউটিউব চ্যানেল ম্যাককালামের সর্বকালের সেরা একাদশের একটি ভিডিও প্রকাশ করে।

নিজের একাদশে চার অস্ট্রেলিয়ানকে বেছে নিয়েছেন ম্যাককালাম। তিন ক্যারিবিয়ান ক্রিকেটাররের সঙ্গে রয়েছে দুই কিউই, এক ভারতীয় ও প্রোটিয়া খেলোয়াড়। তার সেরা একাদশের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

ম্যাককালামের সর্বকালের সেরা একাদশ :
ওপেনার : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ও শচীন টেন্ডুলকার (ভারত)।
টপ অর্ডার : রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)।
মিডল অর্ডার : স্যার ভিভ রিচার্ডস(অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া)।
বোলিং ইউনিট : মিচেল জনসন (অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড)।