(চবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ

চবি প্রতিনিধি : গতকাল রাতের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে।

পরিস্থতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহআমানত আবাসিক হলে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান নাস্তা করতে বের হলে তাকে মারধর করে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী কয়েকজন নেতা-কর্মী।

এর জেরে দুপুর পৌনে ১২টার দিকে সভাপতি টিপুর অনুসারীরা শাহজালাল হলে ও সাধারণ সম্পাদক সুজনের অনুসারীরা শাহআমানত হলে অবস্থান নিয়ে উভয় পক্ষ ইটপাথর ছোড়াছুঁড়িতে লিপ্ত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুপুর ১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ আবাসিক দুটি হলে তল্লাশি শুরু করেন।  বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে চালানো তল্লাশির বিস্তারিত কিছু জানা যায়নি।

তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবদমান দুটি পক্ষ। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।