চট্টগ্রাম মহানগরীর রাসায়নিক গুদামে আগুন

নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট এলাকার একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় ১০টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎমদ্দি  বলেন, মাঝিরঘাটের নারিকেল তলা এলাকার ওই গুদামে বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামা বাজার ও চন্দনপুরা ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পুরোপুরি নেভেনি। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।এর আগে গত (মঙ্গলবার) রাত ১২টার দিকে মাঝিরঘাটে নৌ পুলিশ ফাঁড়ির পাশের একটি গুদামে আগুন লাগে। রাতেই ফায়ার সার্ভিসের চারটি গাড়ি গিয়ে আগুন নিভিয়ে ফেলে।