চট্টগ্রাম টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে ৮ টেস্ট খেলেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে ৮ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার প্রতিটিতেই বাংলাদেশ হেরেছে।

৪ টেস্ট ইংল্যান্ড ও ৪ টেস্টে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। বাংলাদেশের করা প্রথম ইনিংসের রান ইংল্যান্ড টপকে গেলেও বাংলাদেশ কখনোই পারেনি।

নবম টেস্টে এ সম্ভাবনা উঁকি দিচ্ছিল। লিডের স্বপ্ন দেখাচ্ছিল মুশফিকের দল। কিন্তু সেই স্বপ্ন শেষ হলো মাত্র ৬৬ মিনিটে!

চট্টগ্রামে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৯৩ রানে গুটিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৫ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। সাকিব আল হাসানের ৩১ রানের সঙ্গে শূন্য রানে অপরাজিত ছিলেন ‘নাইটওয়াচম্যান’ শফিউল ইসলাম। তখনও বাংলাদেশ ৭২ রানে পিছিয়ে। বাংলাদেশের ড্রেসিং রুমে দুই স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান।

কিন্তু শনিবার তৃতীয় দিন লিডের স্বপ্নে গুড়েবালি। বড় ধাক্কাটা সাকিবই দিয়েছেন। দ্বিতীয় দিনের প্রথম বলে তাইজুল নিয়েছিলেন উইকেট। তৃতীয় দিনের দ্বিতীয় বলে উইকেট নিলেন মঈন আলী। নিজের উইকেট আত্মাহুতি দিয়ে আসেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। অফ স্পিনারের ঝুলানো বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন সাকিব। দিনের দ্বিতীয় বলে সাকিব কেন ডাউন দ্যা উইকেট যাবেন? প্রশ্নের উত্তর দেবেন কে!

সিনিয়র ক্রিকেটারের এ রকম দায়িত্বহীন ব্যাটিংয়ের পর জুনিয়ররা কী করবেন, তা অনুমিতই ছিল। অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের ইনিংস স্থায়ী হলো মাত্র ৪ বল। ‍তৃতীয় বলে রানের খাতা খোলার পর চতুর্থ বলে এলবিডব্লিউ মিরাজ। বল করেছিলেন বেন স্টোকস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তরুণ তুর্কি। এরপর স্টোকসের আগুনে পুড়েছেন সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। ২৪৮ রানে শেষ বাংলাদেশের প্রতিরোধ।

তৃতীয় দিন বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায় মাত্র ২৭ রানে। ৬৬ মিনিটে ১২ ওভারেই শেষ প্রথম লিডের স্বপ্ন। অবশ্য শেষ ৬ উইকেট হারায় মাত্র ২৭ রানেই। কারণ দ্বিতীয় দিন দলীয় ২২১ রানে মুশফিকুর রহিম আউট হওয়ার পর সাকিব-শফিউল কোনো রানই স্কোরবোর্ডে যোগ করতে পারেননি।