চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে সিটি নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) রাত ১০টায় চট্টগ্রামের কাজীর দেউড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাজীর দেউড়ী এলাকায় বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন দলীয় নেতাকর্মীরা। মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। বিএনপির নেতাকর্মীরা রাবেয়া রহমান লেইনে অবস্থিত আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে পাল্টা হামলা চালায়।

সংঘর্ষের খবর শুনে বিএনপি অফিসে আসেন দলটির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ।