চট্টগ্রামে কনটেইনার গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত

চট্টগ্রাম: রফতানি কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় গাড়ির ধাক্কায় চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক নিহত হয়েছেন। বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের ১১ নম্বর বার্থে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মনির (৫০)। তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায়।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজে তোলার জন্য ক্রেনের ক্যাবলের সঙ্গে যুক্ত স্প্রেডার কনটেইনার লাগানোর সময় একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বার্থ অপারেটর শ্রমিকের মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী ওই শ্রমিকের পরিবারকে দুর্ঘটনার জন্য দায়ী পক্ষ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান বন্দর সচিব।