চট্টগ্রামে ইভটিজার যুবকের ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রামে ইভটিজিংয়ের দায়ে মো. রাসেল নামে এক বখাটেকে আটক করেছে মোবাইল কোর্ট। এ সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) খুলসী থানার ডেভার পাড়ের কুসুমবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি বলেন, ছদ্মবেশে খুলশী থানার ডেভার পাড়, কুসুমবাগ আবাসিক এলাকায় প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণ করে ইভটিজারকে ইভটিজিং করা অবস্থায় মো. রাসেল নামে এক বখাটেকে ধরা হয় এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা ও তথ্যানুযায়ী ইভটিজার ভিকটিমকে তার কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় প্রতিনিয়ত কয়েকজনকে সাথে নিয়ে ইভটিজিং করে আসছিল। তারই ফলশ্রুতিতে শনিবার সাধারণ পাবলিক সেজে কাছাকাছি থেকে পর্যবেক্ষণ করি এবং ইভটিজারকে ইভটিজিং করা অবস্থায় হাতেনাতে ধরি এবং তাকে শাস্তির আওতায় আনা হয়।