ঘরে বসে তৈরী করুন মজাদার কুড়মুড়ে চিকেন ফ্রাই

বাসায় অনেকে চেষ্টা করেন কুড়মুড়ে ফ্রাইড চিকেন তৈরি করতে কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো হয়ে ওঠে না। এর কারণ আপনাদের রেসিপির কোথাও কোনো একটা ভুল হচ্ছে যার কারণে ঠিকমতো বানাতে পারছেন না। আজ আপনাদের জন্য রইলো মুচমুচে চিকেন ফ্রাই এর সঠিক রেসিপি।

চিকেন ফ্রাই বানানোর উপকরণ

  • ব্রয়লার মুরগী ১ টা – ৮ পিস করে কেটে নেয়া
  • আদা বাটা — ১ চা চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • পেয়াজ বাটা – ২ চা চামচ
  • মরিচ গুঁড়া– ১ চা চামচ গুঁড়া
  • হলুদ গুঁড়া– ১/৪ চা চামচ
  • ধনে গুঁড়া– ১ চা চামচ
  • লবণ – স্বাদ মত
  • গোল মরিচ গুঁড়া— ১ চা চামচ
  • টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
  • ভিনেগার – ১ চা চামচ
  • চিনি – ১/২ চা চামচ
  • তেল – ভাজার জন্য

চিকেন ফ্রাই বানানোর প্রণালী

  • মুরগী কাটা চামচ দিয়ে কেচে নিয়ে সব উপকরণ মাখিয়ে রেখে দেব কয়েক ঘণ্টার জন্য।
  • এবার ব্যাটার বানাব।
  • ১ কাপ দুধে ১ চামচ ভিনেগার / লেবুর রস + ১ টা ডিম ফেটিয়ে নিব।
  • আলাদা বাটিতে ময়দা + লবণ + চিলি ফ্লেক্স মিশিয়ে নিব।
  • মেরিনেট করা মুরগীর পিসগুলো ময়দায় গড়িয়ে নিয়ে দুধের মিশ্রণে ডুবিয়ে আবার ময়দার গড়িয়ে নিব। বাড়তি ময়দা ঝেড়ে নিব।
  • এবার ডুবো তেলে ভেজে নিব।
  • ভাজার সময় আচ বেশি বাড়ানো যাবে না। অল্প আচে সময় নিয়ে ভাজতে হবে। নয়ত উপরে ভাজা হবে ঠিকই কিন্তু ভেতরে কাচা রয়ে যাবে।
  • সুন্দর সোনালি রঙ এর হলে নামিয়ে নিন। গরম গরম মজাদার কুড়মুড়ে চিকেন ফ্রাই সস দিয়ে পরিবেশন করুন।