ঘরের মাঠে টেস্টে ২ হাজার রান পূর্ণ করলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ঘরের মাঠে টেস্টে ২ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল।

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ১৯তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। এ ইনিংস খেলার পথে দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে ২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি।

দেশসেরা এই ওপেনারের আগে সাকিব আল হাসান ঘরের মাঠে ২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। ঘরের মাঠে সাদা পোশাকে সাকিবের রান ২০৮৬।

ইংল্যান্ডের করা ২৯৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তামিম। একপ্রান্ত আগলে দারুণ ব্যাট চালিয়ে যান দেশসেরা ওপেনার।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। এখন পর্যন্ত তার রান ৩১৭৩। শুধু টেস্টে না ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। ওয়ানডেতে ৫০০৭ ও টি-টোয়েন্টিতে ১১৫৪ রান করেছেন বাঁহাতি এ ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে তামিমের রেকর্ড বরাবরই উজ্জ্বল। ৫ টেস্টে ৫৬০ রান করেছেন তামিম। ২টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৫টি হাফ সেঞ্চুরির ইনিংস।