ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অসময়ের ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সোমবার (০১ মার্চ) সকাল ৮ টা থেকে বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী জানান, ঘন কুয়াশার কারণে শীত শেষে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহেও দুই দিন ফেরি বন্ধ ছিল। তবে ফেরি চলাচলরত অবস্থাতেই সোমবার সকালে আবারও অসময়ের ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে। বহরের ১৭ ফেরির মধ্যে ১৫ টি ফেরি চলাচল করছিল। ঘনকুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে ফেরি চলচাল বন্ধ করে দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে।

ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমান যানের লাইন বাড়ছে। ফেরিতে আধুনিক ফগ লাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগ লাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই কুয়াশায় পারি দেয়া যাচ্ছে না।

এই নৌরুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ স্পীডবোর্ট এবং ট্রলার সবই চলাচল বন্ধ।