গ্রামের স্কুলের শিক্ষিকা ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ প্রত্যন্ত এক গ্রামে স্কুলে মেয়েদের ইংরেজি ও অংক শিখাচ্ছেন। বিষয়টা শুনে অনেকটা বিস্মিত হলেও এটাই সত্য।

সম্প্রতি ‘এডুকেট গার্লস’ নামে এক প্রকল্পের শুভেচ্ছাদূত হয়েছেন ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে ১৫ লাখ শিশুমেয়েদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে। সম্প্রতি ইউনেসকো প্রধান আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, করোনার বিধিনিষেধে বিশ্বজুড়ে ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না।

ক্যাটরিনাকে সঙ্গে পেয়ে ভীষণ আনন্দিত বলে জানিয়েছেন, প্রকল্পটির উদ্যেক্তা সাফিনা হোসেন।