গ্রন্থমেলায় নতুন ৭২টি বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় বৃহস্পতিবার ২৩তম দিনে নতুন বই এসেছে ৭২টি। এর মধ্যে ৩১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্য মতে, একুশে বাংলা এনেছে অনু হোসেনের ‘টুনটুনির গল্প’, ম্যাগনাম ওপাস এনেছে ড. শেখ আবুল কালামের ‘প্রকাশিত অপ্রকাশিত কবিতা’, তৌফিক রহমানের ‘আলো আধারে বাংলাদেশের পর্যটন’, শামীম পাবলিকেশন্স এনেছে রকিব হাসানের ‘সেরা দুই কিশোর গোয়েন্দা কাহিনী’, ঐতিহ্য এনেছে অনু হোসেনের ‘বোধ ও বাতি’, জয়তী এনেছে আশরাফুল হাসান বিপ্লবের ‘মিথ্যা কথা বলছি না’।

মাওলা ব্রাদার্স এনেছে আবদুস সামাদ ফারুকের ‘আলো হাতে আঁধারের যাত্রী’, নবযুগ এনেছে সনজীদা খাতুনের ‘সংস্কৃতির বৃক্ষ ছায়ায়’, আহম্মদ পাবলিকেশন্স এনেছে ‘সর্দার জয়নুল আবেদীনের ‘হিটলু’, শিলা প্রকাশনী এনেছে উম্মে হাবীবাহর ‘ফেরারী সন্ধ্যা’, কথা প্রকাশ এনেছে আবুল ফজলের ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’।

সৈয়দ আজিজুল হকের ‘বাংলা কথা সাহিত্যে মানবভাবনা’, সময় প্রকাশন এনেছে শামসুজ্জামান খানের ‘দূরে দূরান্তর’, ধ্রুব এষের ‘মাত্রা’, প্রান্ত প্রকাশন এনেছে মোহাম্মদ মামুন চৌধুরীর ‘সাংবাদিকতার এপিঠ ওপিঠ’, মোহাম্মদ শহীদুল্লাহর ‘শিক্ষকতায় সৃজনশীলতা’, আদর্শ এনেছে দেলোয়ার হোসেনের ‘বাংলাদেশের বীরগাঁথা’, জোনাকী এনেছে জয়ীতা শিল্পীর ‘রাজারবাগে প্রজার পুলিশ’।