গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতেরও দাম বাড়ানোর ঘোষণার কঠোর সমালোচনা করে এই অবস্থান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

জবাবদিহিতা নেই বলে সরকার এসব পদক্ষেপ নিচ্ছে দাবি করে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার লুটপাটে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই অমানবিক ও গণবিরোধী সকল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে।’

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে এর ব্যাড ইম্প্যাক্ট খুবই স্পষ্ট হয়ে উঠেছে। সারা দেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে।’

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বদিউজ্জামানকে প্রাণনাশের হুমকি ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘নোমিনেশন পেপার দাখিলের আগ থেকে আওয়ামী সন্ত্রাসীরা তার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। হুমকির মুখে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়ে তিনি জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনী প্রচারণায় তাকে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বিরোধী দল দমন এবং লুটপাট, দখলবাজী, টেন্ডারবাজিতে ব্যস্ত থাকার কারণে সরকারের সড়ক দুর্ঘটনা সামাল দিতে কোনো মাথাব্যথা নেই। সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রায় বাংলাদেশ সই করলেও সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘সড়কগুলোতে ফিটনেসবিহীন গাড়ীর সংখ্যাধিক্য সমগ্র দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও কোনো নিয়ম-নীতিকে তোয়াক্কা করা হচ্ছে না। যার ফলে সড়ক দুর্ঘটনা রোধ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবনের সামনে থেকে ছাত্রদলের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো মুনির হোসেন, বেলাল আহমেদ, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত ছিলেন।