গুলশান হামলা : তাহমিদকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহমিদ হাসিব খানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম নূর নবী শুনানি শেষে তাকে অব্যাহতির আদেশ দেন। গত ২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা তাকে জামিন দেন।

এর আগে তাহমিদ গুলশান হামলায় জড়িত নয় মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গত ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজানে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। পরে সেখানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। হলি আর্টিজানে হামলার ঘটনার দিন সকালে দেশে ফেরেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান। তিনি সে রাতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। পরদিন সকালে কমান্ডো অভিযানে যারা উদ্ধার পান তাদের একজন তাহমিদ। উদ্ধারকৃতদের মধ্যে যে কয়জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে তাহমিদও ছিলেন। রোববার রাতে কারাগার থেকে তিনি জামিনে ছাড়া পান।