গুলশানে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

রাজধানীর গুলশানে প্রায় এক হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পেয়েছে তিতাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করতে এসে স্থানীয়দের বাঁধার সম্মুখীন হতে হয় তিতাস কর্মকর্তাদের।

গুলশান লেকে ছড়িয়ে থাকা পাইপগুলো পরিত্যক্ত মনে হলেও তা মূলত অবৈধ গ্যাস সংযোগ। কড়াইল বস্তির হাজারো পরিবার এই অবৈধ সংযোগ থেকে গ্যাস ব্যবহার করে থাকেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গুলশান লেকের পাশের রাস্তায় গ্যাস লিকেজের মেরামত করতে গিয়ে তিতাস টিম এই অবৈধ সংযোগের সন্ধান পায়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বিচ্ছিন্ন করা হয় গ্যাস সংযোগ।

তিতাসের মিটার অ্যান্ড ফিজিল্যান্সের প্রকৌশলী শেখ মঞ্জুর আহমেদ বলেন, লিক সারাতে এসে এই অবৈধ লাইনটি পাওয়া যায়। পরে লাইনটি বিচ্ছিন্ন করা হয়।

তিতাসে আরেক উপ-প্রকৌশলী আমিনুর রহমান জানান, এর আগে আরও চার-পাঁচবার আমাদের টিম আসে এ লাইনগুলো কাটা হয়েছিলো।

এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তিতাসের।