গুগলের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

আগেই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে হুমকি দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। বাস্তাবে তাই হলো। প্রতিযোগীদের দমিয়ে রাখতে গুগল বাজারে নিজেদের অবস্থানের সুযোগ নিয়ে আইন ভেঙেছে-এমন অভিযোগে মঙ্গলবার (২০ অক্টোবর) মামলা করেছে মার্কিন বিচার বিভাগ।

সার্চ এবং বিজ্ঞাপন ব্যবসায় প্রতিযোগীদের সঙ্গে গুগল কেমন আচরণ করেছে-সে বিষয়টিই মামলার মূল প্রতিপাদ্য। সার্চ ইঞ্জিনে গুগলের আধিপত্য বজায় রাখতে এবং আরও বেশি বিজ্ঞাপন বিক্রি করতে বাজারে ক্ষমতা অপব্যবহার করে প্রতিযোগীদের দমিয়ে রাখা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অভিযোগে এটিই সবচেয়ে বড় মামলা। তবে মামলাটিকে অত্যন্ত ত্রুটিযুক্ত বলে অ্যাখ্যা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে তারা। গেল এক বছর ধরে মার্কিন চার প্রতিষ্ঠান অ্যামাজন, অ্যাপল, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত চালাচ্ছে দেশটির বিচার বিভাগ। অবশেষে মামলায় গড়াল বিষয়টি। এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা দায়ের করা হলো।

বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে নয়’

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য।