গাজীপুরে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মহি উদ্দিন (১৫) নামে এক কিশোরকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণগাঁও এলাকার আ. কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম, মজনু সরকারের ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু।

রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক রয়েছেন।

গাজীপুর জজ আদালতের এপিপি মকবুল হোসেন জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিনকে আসামিরা হত্যা করেন। এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মকবুল হোসেন কাজল, আতাউর রহমান খান, আব্দুল করিম (ঠাণ্ডু)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।