গাজীপুরে সাত জঙ্গি নিহতের ঘটনায় মামলা

গাজীপুর

গাজীপুর : গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় শনিবার নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কমান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাতসহ সাত জঙ্গি নিহতের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

রোববার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।

এদিকে দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, শনিবার সুরতহাল করেই ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রনয় ভূষণ দাস জানান, রোববার দুপুরে ময়নাতদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহতের ঘটনায় দুপুর পর্যন্ত মামলা হয়নি।