গাজীপুরে শিল্প নগরীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : রোববার রাত ২টার দিকে কাদের কম্পোজিট কারখানার স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের সুতা ও তুলা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। ভেতরে সিনথেটিক সুতা থাকায় মুহুর্তে আগুন পুরো স্পিনিং সেডে ছড়িয়ে পড়ে।

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, কালিয়াকৈর, ইপিজেডসহ ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে এক পর্যায়ে স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের পশ্চিম অংশ ধ্বসে পড়ে। আগুনে কারখানার সিনথেটিক সুতা, তুলা এবং মেশিনপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।