গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুরের ধীরাশ্রম স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জয়দেবপুর স্টেশন ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়।

পরে জয়দেবপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুপুর ১২টা ১৫ মিনিটে দুর্ঘটনায় পতিত হওয়া ট্রেনটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।