গাইবান্ধা লকডাউন ঘোষণা

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি ঠেকাতে ‘লকডাউন’ ঘোষণা করা হলো দেশের পাঁচ নম্বর ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় থাকা গাইবান্ধা।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি জানান গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন।
তিনি বলেন, বিকেল ৫টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাইবান্ধা লকডাউনের আওতায় থাকবে।
তিনি জানান, এ পর্যন্ত গাইবান্ধা আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গাইবান্ধাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
দুপুরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে জেলায় কেউ ঢুকতে কিংবা বের হতে পারবেন না।