গাইবান্ধায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রাশেদা বেগমকে (১৯) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী আল আমিন (২২) পলাতক রয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার এরেন্ডবাড়ী ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডি গ্রামের বাঁশঝাড় থেকে রাশেদার লাশ উদ্ধার করে পুলিশ।

রাশেদা বেগম ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের গর্তে রাশেদার মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, সাত মাস আগে একই ইউনিয়নের সন্ন্যাসির চরের বাসিন্দা আল আমিনের সঙ্গে রাশেদার বিয়ে হয়। ঈদে বেড়ানোর জন্য বৃহস্পতিবার আল আমিন রাশেদাকে নিয়ে শ্বশুর বাড়ি যান। রাতে তাদের দুজনের মধ্যে বাগ্বিত-া হয়। নিহতের গলায় দাগ দেখে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।