গাংনীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

আল-আমীন মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের বৃদ্ধের জমি স্থানীয় ভূমি দস্যুরা জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তোেিভাগি বৃদ্ধ মজিরুদ্দিন (৮৩)। বৃদ্ধ মজিরুদ্দিন গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের মৃত তাছের আলী চৌকিদারের ছেলে। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় ভূমি দস্যু মৃত আয়ুব আলির চার পুত্র আজিজুল, মহশিন, আলি হোসেন, ইয়াছিন এবং ভাই ইসমাইল প্রায় ২ বছর ধরে ্আমার ্আর এস খতিয়ানের ২৫৩৭ এর চার টি দাগের মোট ১৯৮ শতক জমির মধ্যে ৯০ শতক বাঁশ বাগানের জমি জোর পূর্বক দখল করে আছে। আমার জমির উপরে যেতে চাইলে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে আমি ভূমি দস্যুদের ভয়ে গ্রামেই থাকতে পারছিনা। বৃৃদ্ধ মজিরুদ্দিন তার জমি ফেরত পাওয়ার জন্য সমাজের মাতব্বরদের দারস্থ হয়েও কোন কাজ হয়নি বলে জানান। তিনি তার জমি ফেরত পেতে সরকারে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।