গাংনীতে আন্তর্জাতিক শিশু দিবস পালিত

, ০৫ অক্টোবর : থাকবে শিশু সবার মাঝে ভালো দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১০ টার সময় পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি ও সেভ দ্য চিল্ড্রেনের সহযোগীতায় গাংনী উপজেলা প্রশাসন ও এনসিটিএফ এ কর্মসূচীর আয়োজন করে।০৪
এনসিটিএফ উপজেলা কমিটির সভাপতি আবু জারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম স্যার, মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ এর সদস্য হালিমা তুস সাদিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি , সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, এসএম মাছুম বিল্লাহ, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, ডেপুটি ম্যানেজার ইউনুছ আলী, যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপার ভাইজার এসএম আকরাম হোসেন প্রমুখ।
এর আগে এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণে দেয়াল পত্রিকার উদ্বোধন করা হয়।
পরে একটি বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর একটি নাটক ম স্থ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক, সাংবাদিক ও পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।