গরু বিক্রি করতে এসে প্রাণ গেল মতিয়ারের

নিজস্ব প্রতিবেদক : কোরবানি উপলক্ষে বেশি দামে গরু বিক্রি করতে টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছিলেন মতিয়ার। কিন্তু রাজধানীর শনির আখড়ায় বৃহস্পতিবার রাতে পিকাপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত চারটার দিকে মতিয়ারকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসেন তার ভাতিজা জাহাঙ্গীর আলম। হাসপাতালে নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয়।

নিহত মতিয়ারের ভাতিজা জাহাঙ্গীর আলম বলেন, ‘চাচা শখ করে দুটি গরু পালন করেছিলেন। ভাল দাম পাওয়ার আশায় ঢাকায় এসেছিলেন। গাবতলীতে গরুর চাপ বেশি বলে, এখানে (শনির আখড়া) আসেন তিনি। এসেই এ ঘটনা.. এখন বাড়ি ফিরে কাকীকে কি বলবো, বুঝতেছি না।’

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে বিক্রি করার উদ্দেশ্যে দুটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। রাতে শনির আখড়ায় রাস্তা পারাপার করতে গেলে একটি পিকাপ ভ্যান ধাক্কা দেয়। এতে কাকা গুরুতর আহত হন।পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।