গণবিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় গণবিশ্ববিদ্যালয়েও (গবি) সব একাডেমিক কার্যক্রম আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রশাসনিক অন্যান্য কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় করোনা ভাইরাসের কারণে।