গণপরিবহনে হকার নিষিদ্ধে পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞান পার্টির উৎপাত কমাতে গণপরিবহনগুলোতে হকার নিষিদ্ধ করতে নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাসেত।

বুধবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৯ সদস্যকে আটকের পর দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুল বাসেত বলেন, গণপরিবহনে অজ্ঞান পার্টির উৎপাত দিন দিন বাড়ছে। অজ্ঞান পার্টির সদস্যরা বেশিরভাগ সময় হকার বেশে গাড়িতে ওঠে। সেজন্য বাসে খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। এ কারণে অনেকে তার সর্বস্ব খোয়াচ্ছেন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই নীতিগত সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে শিগগিরই বাস মালিক সমিতির সঙ্গে পুলিশ বৈঠকে বসবে।

কোনো বাসে হকার যেন উঠতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে এ জন্য নিয়মিত অভিযান চালাবে পুলিশ। পাশাপাশি নগরবাসী যেন গাড়িতে অবস্থানকালে কোনো হকারের কাছ থেকে খাবার কিনে না খান সে বিষয়ে পরামর্শ দেন আব্দুল বাসেত।