খ্যাতিমান সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ আর নেই

পণ্ডিত যশরাজ

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) নিউ জার্সিতে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এপি জানায়, প্রায় ৮ বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি ৷

তিনি মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন। ১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসার জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ভারত, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর অগণিত ছাত্র রয়েছেন। ঠুমরির উপাদানকে খেয়ালে যুক্ত করে তা শ্রোতাবান্ধব করেছিলেন যশরাজ। এ ক্ষেত্রে তাকে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়।

প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের অবসান হল। একাধিক পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন পণ্ডিত যশরাজ।