খুব সহজে হাঁটু, কনুই ও বাহুমূলের অবাঞ্ছিত কালচে দাগ দূর করুন

সকলেই চায় নিজের ত্বককে সুন্দর রাখতে কিন্তু হাঁটু, কনুই ও বাহুমূলের অবাঞ্ছিত কালচে দাগের জন্য সেটা সম্ভব হয়ে উঠে না অনেক সময়। হাঁটু, কনুই ও বাহুমূলের কালচে দাগ দূর করার জন্য মাস্ক বেশ উপকারি। আজ খুব সহজে ঘরোয়া উপায়ে একটি মাস্ক তৈরি উপায় জেনে নিন।

হলুদ, বেসন ও মধুর মাস্ক

হলুদ ত্বক উজ্জ্বল করে। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। হাঁটু, কনুই ও বগলের দাগ দূর করতে হলুদ, বেসন ও মধুর মাস্ক ব্যবহার করতে পারেন।

উপকরণ

 হলুদ আধা চা চামচ

মধু ১/৪ চা চামচ

বেসন ১ টেবিল চামচ।

পদ্ধতি

সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করে কালচে অংশে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর গরম পানি দিয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।