‘খালের সীমানা ঘেঁষে কোনো স্থাপনা গড়া যাবে না’

খালের সীমানা ঘেঁষে কোনো স্থাপনা গড়া যাবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে রেকর্ড অনুযায়ী মেপে খালের সীমানা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার (২০ জানুয়ারি) সকালে জিরানি খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় খালের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, খালগুলো দীর্ঘদিন ধরে দখল অবস্থায় আছে, সার্ভে অনুসারে হয়ত পুরোটা দখলমুক্ত করতে পারবো না। আমরা কিছুটা দখলমুক্ত করতে পারলেও পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নিশ্চিত করতে পারি। ফলে আমরা আশাবাদী ঢাকাবাসীকে আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত করতে পারবো।